তেলাপিয়া মাছের রোগ হলে আমাদের করণীয়

1081

তেলাপিয়া মাছের রোগ হলে আমাদের করণীয় কি তা আমরা অনেকেই জানি না। আমাদের দেশে তেলাপিয়া মাছ চাষ বেশ জনপ্রিয়, এছাড়াও তেলাপিয়া মাছ খেতে সুস্বাদু। তেলাপিয়া মাছ চাষের অন্যতম সমস্যা হল এই মাছের বিভিন্ন রোগ। চলুন আজ জেনে নেই তেলাপিয়া মাছের রোগ হলে আমাদের করণীয় সম্পর্কে-

তেলাপিয়া মাছের রোগ হলে আমাদের করণীয়ঃ
তেলাপিয়া মাছের রোগের লক্ষণঃ

১। অনেক সময় তেলাপিয়া মাছের কানকার কিছু অংশ বিবর্ণ হয়ে যেতে দেখা যায়।

২। রোগ ভেদে মাছের পিত্তথলী স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়ে যেতে দেখা যায়।

৩। তেলাপিয়া মাছের অঙ্কীয়দেশে কিছু অনাকাঙ্ক্ষিত দাগ দেখা যায়।

৫। তেলাপিয়া মাছ মারা গেলে মৃত্যুর আগে কুণ্ডলি আকারে ঘোরাফেরা করে।

৬। কোন জটিল রোগের দ্বারা তেলাপিয়া মাছ আক্রান্ত হলে অনেক সময় মাছ দ্রুত মারা যায়।

তেলাপিয়া মাছের রোগের কারণঃ

১। কোন কারণে তেলাপিয়া মাছ চাষের পুকুর কিংবা খাঁচায় চাষ করা হলে সেই খাঁচার পরিবেশগত বিশৃঙ্খলতা হলে।

২। চাষের পুকুর কিংবা খাঁচায় মাছের জন্য অতিরিক্ত খাবার সরবরাহ।

৩। কোন অনুজীব যেমন- ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করলে।

৪। আশেপাশের এলাকায় অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার কিংবা আগাছা নাশকের ব্যবহার।

৫। পুকুরে বা খাঁচায় মাছের অধিক ঘনত্ব হলে অর্থাৎ পুকুরের জায়গার তুলনায় মাছের পরিমাণ অনেক বেশি হলে।

৬। পুকুর কিংবা খাঁচায় অক্সিজেন সরবরাহ কম হলে।

৭। পুকুর কিংবা খাঁচায় পানির গুণাগুণ নষ্ট হয়ে গেলে।

তেলাপিয়া মাছের রোগে করণীয়ঃ

১। প্রথমেই তেলাপিয়া মাছের রোগের সঠিক কারণ নির্ণয় করতে হবে। এরপর সেই নির্দিষ্ট কারণ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১। পুকুরে তেলাপিয়া মাছের চাষ করা হলে পুকুরে মাছের ঘনত্ব কমাতে হবে। আর খাঁচায় চাষ করা হলে তেলাপিয়া চাষের খাঁচায় মাছের ঘনত্ব কমাতে হবে।

২। তেলাপিয়া মাছ চাষের পুকুরে কিংবা খাঁচায় বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে হবে।

৩। তেলাপিয়া মাছ চাষের পুকুরের পরিবেশ যাতে দূষিত না হয়ে থাকে সেদিকে নজর দিতে হবে। কোন কারণে পুকুরের পরিবেশ নষ্ট হলে তা দ্রুত ঠিক করতে হবে।

৪। মাছের চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহ করতে হবে। কোনভাবেই অতিরিক্ত খাদ্য প্রদান করা যাবে না।

৫। খুব প্রয়োজন হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ প্রদান করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৩এপ্রিল২০