দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

419

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে খরিপ মৌসুমে মাসকলাই চাষ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে, খরিপ-২ মৌসুমে মাসকলাই চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ করে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল।

সরকারিভাবে খরিপ-২ মৌসুমে মাশকালাই চাষে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ এটিএম হামীম আশরাফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. তৌহিদুল ইকবাল, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ বিভাগ দিনাজপুর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী।

অন্যান্যদের বক্তব্য রাখেন- ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুর রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর সরকার, শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন প্রমুখ।

২০১৯-২০ অর্থবছরের ফসল মাশকালাই ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে ৭টি ইউনিয়ন ও পৌরসভায় ১২০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়। এ সময় কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ