দিনাজপুরে ঝড়-শিলাবৃষ্টিতে বাড়িঘর ও ফসলি জমির ব্যাপক ক্ষতি

362

[metaslider id=”9263″]

শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: দিনাজপুরে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসলি জমিসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ১৫ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া হয়।

এছাড়ও দুপুর দেড়টায় শুরু হয় আবারো ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। তা ২০ মিনিট স্থায়ী হয়। দিনাজপুরের পার্বতীপুর, চিরিরবন্দর, খানসামা, বীরগঞ্জ, বোচাগঞ্জ ও জেলা সদরের কিছু এলাকায় এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বসত-বাড়িসহ জমির ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টি ও ঝড়ে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

হঠাৎ চারদিক অন্ধকার হয়ে শিলা বৃষ্টি আরম্ভ হয়। এর কিছুক্ষণ পরেই শুরু হয় ঝড়। এ সময় ওই এলাকার বিভিন্ন জমির ফসলের ক্ষতি হয়। ঘরের টিন ফুটো হয়ে যায়।

বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, শিলাবৃষ্টি কারণে বেশ কিছু বসত-বাড়ির ঘরের উপরের টিন ফুটা হয়ে গেছে। এ ছাড়া ভুট্টা, গম ও বোরোসহ বিভিন্ন ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে।Rafid

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন