দুই গোলপাতা মাছের ওজন ১০৭ কেজি!

336

পটুয়াখালীর গলাচিপা বাজারে বৃহস্পতিবার বিরল প্রজাতির ১০৭ কেজি ওজনের দুইটি গোলপাতা মাছ ওঠে। মাছগুলো দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় লেগে যায়। জানা গেছে, গলাচিপার জেলে মো. সাগর মাঝি বাজারের বিশিষ্ট বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে মাছ বিক্রি করেন।

উপজেলার গোলখালী গ্রামের সাগর মাঝি জানান, উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে বৃহস্পতিবার সকালে জেলেদের জালে এই গোলপাতা মাছ ধরা পড়ে। প্রায় সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের এই মাছটি উপজেলার বিশিষ্ট বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

গলাচিপা মাছ বাজারের সভাপতি মো. চুন্নূ মৃধা বলেন, বাজারে এর আগে গোলপাতা মাছ এলেও এত বড় মাছ কেউ দেখেনি। এজন্য মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।

গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল বিশ্বাস বলেন, বাজারে গোলপাতা মাছ আসার খবর পেয়ে আমিও একনজর দেখতে গিয়েছিলাম। এমন মাছ আমাদের এখানে দেখা যায় না।

উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, এলাকার মানুষ এটিকে গোলপাতা মাছ নামে চিনলেও এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে মাঝে মধ্যে দেখা যায়।

ফার্মসএন্ডফার্মার/ ২১ আগস্ট ২০২১