দুগ্ধ খামারে জাত উন্নয়নের জন্য জেনে রাখা অত্যাবশ্যকীয়

1587

১) কোন বুল বা ষাড়ের সিমেন বা বীজ দিলেন তা রেকর্ড রাখুন যেন এই সিমেন যে গাভীকে দিলেন তার কোন ভবিষ্যত বংশধরের মধ্যে না পড়ে।

২) এ.আই কর্মীকে প্রশ্ন করে জানুন সে কোন কৌলিকগুন সম্পন্ন বুলের সিমেন নিয়ে এসেছে। ১০০% হলেই যে সিমেন খুব ভাল এটা কখন ধারনা করবেন না। বুলের সিমেনের পিডিগ্রি, জেনমিক হিস্ট্রি মানে সহজ কথায় বুলের মা’এর দিকের দুধ দানের সক্ষমতা কেমন জানুন।
৩) খেয়াল রাখুন আপনার গাভীর বাচ্চা যেন ৭৫% ফ্রিজিয়ানের উপর না হয়।

৪) সরকারী এ.আই কর্মী যদি সিমেনের কৌলিকগুন সম্পন্ন তথ্য না দিতে পারে আপনি নিকটতস্থ উপজেলা প্রানী সম্পদ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (ULO) সাথে যোগাযোগ করুন। ওনিও যদি তথ্য না দিতে পারে আপনি একটি অভিযোগ পত্র জেলা প্রানিসম্পদ নির্বাহী কর্মকর্তা (DLO) বরাবর লিখুন এবং একটি কপি [email protected] স্ক্যান করে পাঠিয়ে দিন।

৫) প্রাইভেট সিমেন কোম্পানীদের বুলের পিডিগ্রি এবং জেনমিক হিস্ট্রি দিতে হবে। এ. আইকে প্রশ্ন করুন। অন্ধের মত তথ্য না জেনে সিমেন ব্যবহার করে শুধু নিজের ক্ষতি করে কোম্পানীর লাভ করিয়ে দিচ্ছেন। তথ্য না দিতে পারলে সিমেন নেয়া বন্ধ করে দিন।
৬) যাদের সিমেন সংগ্রহের নাইট্রোজেন জার আছে তারা চেস্টা করুন ভাল সিমেন সংগ্রহ করে স্টকে রেখে দেবার। একটা নাইট্রোজেন জার সংগ্রহে রাখা অত্যান্ত জরুরী।

৭) আপনার গাভীকে কত পারসেন্ট সিমেন দিবেন সেটা নির্ভর করবে গাভীর বর্তমান অবস্থানের উপর। আমাদের কোন রেকর্ড নেই, ধরুন আজ থেকেই রেকর্ড রাখা শুরু করবেন। তাহলে যে গাভী ১০ লিটার দুধ দিচ্ছে ধরে নিন সেটা ৩৭.৫% ফ্রিজিয়ান , যেটা ১৫-১৮ লিটার দুধ দিচ্ছে ধরে নিন সেটা ৫০% ফ্রিজিয়ান, যেটা ২০-২৫ লিটার দুধ দিচ্ছে ধরে নিন সেটা ৭৫% ফ্রিজিয়ান। যেটা ২৫(+) দুধ দিচ্ছে ধরে নিন সেটা ৭৫% ফ্রিজিয়ানের উপরে আছে । এই ধরে নেয়াটা বিতর্কিত কিন্তু উপায় নেই, শুরুতো করতে হবে আমাদের রেকর্ড কিপিং।

৮) ৭৫% ফ্রিজিয়ান (২৫+ দুধ) উপরে হলে তখন আপনি কি করবেন এই অত্যান্ত চিন্তার বিষয়। কারন ১০০% ফ্রিজিয়ান দিলে ক্ষতি হবে নতুন প্রজন্মের আবার ৭৫% ফ্রিজিয়ান সম্পন্ন ভাল ৪০(+) দুধ দেয়া কৌলিকগুন সম্পন্ন বুল এদেশে আছে কিনা সন্দেহ আছে।

ফার্মসএন্ডফার্মার/০৮এপ্রিল২০