দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে ভারতে ইলিশ পাঠাচ্ছে সরকার

323

ইলিশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতকে শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। শুভেচ্ছা সরুপ ইলিশের প্রথম চালান গতকাল যাওয়ার কথা থাকলেও তা হয়নি, ফলে আজ পাঠানো হচ্ছে। দুপুরে বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ইলিশ পাঠানো হবে।

গতকাল শনিবার ২৪ টন ইলিশের প্রথম চালান পাঠানো কথা ছিল। তা পিছিয়ে আজ পাঠানো হচ্ছে বলে বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে। এর আগে গত বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার প্রথম চালানে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হবে। প্রতিকেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় ছাড় দেয়া হবে ইলিশের এ চালান।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু পাঠানো হবে। পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

২০১২ সালের পর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি। কয়েক ধাপে এই ইলিশ ১০ অক্টোবরের মধ্যে পৌঁছাবে পশ্চিমবঙ্গে। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পথে ইলিশ যাবে কলকাতায়। এর পর এই ইলিশ চলে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ