দেখা মিললো চারপেয়ে মুরগির

424

স্বাভাবিকভাবে মুরগির দুই পা থাকলেও কুষ্টিয়ার ভেড়ামারায় দেখা মিলেছে চার পা ওয়ালা মুরগি। উপজেলার বামনপাড়া গ্রামে শাহীন হ্যাচারি নামের একটি খামারে রয়েছে এই মুরগি। সোনালি জাতের এই মুরগির স্বাভাবিক দুই পায়ের পেছনে রয়েছে আরও দুটি পা।

চার পায়ের এই বিরল মুরগি দেখতে প্রতিদিনই শাহীন হ্যাচারিতে ভীড় করছেন উৎসুক মানুষ। দূরদূরান্ত থেকেও অনেকে ছুটে যাচ্ছেন চার পায়ের মুরগির অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করতে।

ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘এটি জেনেটিক কারণে হতে পারে। এর আগে তিন-চার পায়ের ছাগল ও গরু দেখা গেছে। তবে আমার দুই যুগের চাকরিজীবনে এই প্রথম চারপেয়ে মুরগি দেখলাম।’

ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামে রেললাইনে পাশে একটি হ্যাচারি রয়েছে স্থানীয় বাসিন্দা শাহীনুর রহমানের। সোনালি জাতের অন্তত তিন হাজার মুরগি রয়েছে শাহীনের খামারে। এই মুরগি থেকে ডিম পাড়ার পর কৃত্রিম উপায়ে এসব ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন শাহীন।

শাহীনুর রহমান জানান, তাঁর হ্যাচারিতে এর আগেও তিন বা চার পায়ের দুই থেকে তিনটি সোনালি মুরগি হয়। সেগুলো দু-এক সপ্তাহের মধ্যে মারা গেছে। কিন্তু এবারের মুরগিটির বয়স হয়েছে তিন মাস এবং মুরগিটি সুস্থ ও স্বাভাবিক। চারপেয়ে মুরগিটি ডিমও দিচ্ছে। দুটি মূল পায়ের পাশে শরীর থেকে দুই পাশে আরও দুটি পা আছে। তবে এই দুটি পা মূল দুটি পায়ের তুলনায় একটু ছোট। মূল দুটি পা দিয়েই মুরগি হাঁটাচলা করে বলে জানান শাহীন।

এর আগে এ বছরের জানুয়ারিতে সিলেটে চার পায়ের মুরগির খবরেও চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় একটি দোকানে মুরগিটি পাওয়া যায়। তবে সেটি ছিলো ব্রয়লার মুরগি। মার্কেটের ‘পাখি হাউজ’ নামে মুরগি বিক্রির দোকানে আসা ব্রয়লার মুরগির মধ্যে একটি চার পায়ের মুরগি পান দোকানী।

ফার্মসএন্ডফার্মার/১১মার্চ২০২১