দেশকে সবুজ বনায়নে সাজাতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে: শিক্ষামন্ত্রী

346

nahid-la-20170909030832

সিলেট থেকে: দেশের নাগরিকদের সুস্থ ও সুন্দর জীবনযাপন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ফলদ বৃক্ষমেলা ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা এবং সবুজ বনায়নে দেশকে সাজাতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। খাদ্য উৎপাদনে আধুনিক যন্ত্র ব্যবহার, বৃক্ষরোপণ, বীজ বিতরণসহ কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে শহর ও গ্রামে কাজ করে যাচ্ছে সরকার। এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খায়রুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার, গোলাপগঞ্জ উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, কোষাধ্যক্ষ শেখ আব্দুল হাই, সদস্য আব্দুল করিম ও মো. বশির উদ্দিন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম