দেশি মুরগির টিকা দেওয়ার নিয়মাবলি

85

দেশি মুরগির টিকাদান কর্মসূচিঃ

বয়স-রোগের নাম -টিকার নাম-টিকার ধরন-প্রয়োগ

৩-৫দিন__রাণীক্ষেত__BCRDV__লাইভ
১ চোখে ১ ফোটা করে দিতে হবে।
১১দিন__গামবোরা__গামবোর__ লাইভ
১ চোখে ১ ফোটা বা খাবার পানিতে মিশিয়ে।
১৮ দিন__গামবোরো___গামবোরো___লাইভ
১ চোখে ১ ফোটা বা খাবার পানিতে মিশিয়ে।
২৪-২৫দিন__রাণীক্ষে___BCRD____লাইভ
১ চোখে ১ ফোটা করে দিতে হবে।
৩৫দিন__ফাউল পক্স___ফাউল পক্স ভ্যাকসিন__লাইভ
পাখির ডানায় বিশেষ ধরনের সূচ ফুটিয়ে দিতে হয়।
৫০ দিন___কৃমি___কৃমির____ওষুধ — খাবার পানিতে
মিশিয়ে দিতে হবে।

৬০ দিন____রাণীক্ষেত____RDV____লাইভ
১ সি.সি করে রানের মাংসে দিতে হবে।
৭০-৭৫দিন__ফাউল কলেরা__ফাউল কলেরা ভ্যাকসিন
কিল্ড ০.৫ সি.সি করে ঘাড়ের চামড়ার নিচে/
রানের মাংসে দিতে হবে।
৮০-৮৫দিন__ফাউল পক্স_ফাউল পক্স ভ্যাকসিন লাইভ
পাখির ডানায় বিশেষ ধরনের সূচ ফুটিয়ে দিতে হয়।
১১০-১১৫দিন_____ফাউল কলেরা ___ফাউল কলেরা ভ্যাকসিন
কিল্ড ০.৫ সি.সি করে ঘাড়ের চামড়ার নিচে/রানের
মাংসে দিতে হবে।
১২৫দিন__ কৃমি____কৃমির ওষুধ — খাবার পানিতে
মিশিয়ে দিতে হবে।

এই শিডিউল টা দেশি মুরগির লেয়ার বা প্যারেন্টস এর জন্য। আর আপনি যদি দেশি মুরগি শুধুমাত্র মাংসের জন্য করতে চান ।মানে ২-৩ মাস রাখতে চান তাহলে উপরোক্ত সিডিউল অনুয়ায়ী শুধুমাত্র রানীক্ষেত,গামবোরো এবং ফাউল পক্স টিকা দিলেই হবে।