দেশীয় লেবু চাষ করে সফল শফিকুল

437

image-76771-1574516303

নতুন জীবনের আশায় প্রবাস জীবনে পাড়ি জমান তিনি। ২০০৪ সালে সৌদি আরবে আল মাজাল সার্ভিস মাস্টার কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় ১৩ বছর থেকে মনে মনে সিদ্ধান্ত নেন আর বিদেশ নয়, এবার দেশে গিয়েই কিছু একটা করবেন।

যে কথা সেই কাজ। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শফিকুল ইসলাম মানিক শিকদার নামের এই আত্মপ্রত্যয়ী যুবক ২০১৭ সালের নিজ ভূমিতে ৫০ শতাংশ জমিতে দেশীয় এলাচি লেবুর ৬০০ চারা রোপণ করেন। বর্তমানে তার লেবুর বাগানে প্রচুর লেবু এসেছে। বাগানে বেড়াসহ ১৮ হাজার টাকা খরচ হয়েছে।

তিনি শুধু লেবু চাষ নয় সঙ্গে গরুর খামার, ব্রয়লার ফার্ম আছে বলে জানান। এ বিষয় তার কাছে জানতে চাওয়া হলে বাগানের মালিক শফিকুল ইসলাম জানান, আমি ছোট থেকে শুরু করেছি আরো বড় করে বাগান করার ইচ্ছা আছে।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ