দেশের কৃষিকে লাভজনক, আধুনিকীকরণ ও যান্ত্রিকীকরণ করব: কৃষিমন্ত্রী

354

কৃষিমন্ত্রী-ড.-আবদুর-রাজ্জাক

রাজশাহী থেকে আরাফাত: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষক ধান-আলুর আবাদ করে লাভ করতে পারবেন না, ন্যায্যমূল্য পাবেন না, তার সন্তানকে লেখাপড়া করাতে পারবেন না এই জন্য বাংলাদেশকে আমরা স্বাধীন করিনি। তাই কৃষক ধানের ন্যায্যমূল্য পাবেন। আমরা ধানের ন্যায্যমূল্য দেব।

শনিবার ( ৬ জুলাই) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চেহারা পরিবর্তন করেছেন মাত্র ১০ বছরে। বাংলাদেশের কৃষিকে লাভজনক, আধুনিকীকরণ ও যান্ত্রিকীকরণ করব ইনশাল্লাহ।

তিনি বলেন, আমরা দুটি চ্যালেঞ্জের কথা বলছি। পুষ্টিসম্মত ও নিরাপদ খাবার তার একটি। যারা কৃষির সঙ্গে জড়িত তাদের জন্য এটা চ্যালেঞ্জ।

দ্বিতীয় চ্যালেঞ্জ হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ এবং যান্ত্রিকীকরণ। চারটি সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে এই চারটি লক্ষ্যই অর্জিত হবে।