দেশের কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা পালনে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে ‘প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি’ শীর্ষক বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জীববিজ্ঞান গবেষণায় ঝুঁকি প্রশমনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ এসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি’র উদ্যোগে দিনব্যাপি এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি’র সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন ।
ড. আখতারুজ্জামান শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ ও গবেষকগণ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ