দেশে প্রথমবারের মতো ভারত থেকে নারকেল আমদানি

109

দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা হয়েছে নারকেল। গত বৃহস্পতিবার বিকালে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়। প্রতি মেট্রিক টন নারকেল ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এসব নারকেল আমদানি করে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়েছে। বন্দরের কার্যক্রম শেষ করে এসব নারকেল দেশে বিভিন্ন স্থানে পাঠানো হবে।