আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান থেকে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, “দেশ উন্নত হচ্ছে, বাড়ছে দেশে আমিষ জাতীয় খাদ্যের চাহিদাও। সুস্থ, স্বাস্থ্যবান, মেধাসম্পন্ন জাতি গঠনে আমিষের বিকল্প কিছু নেই। আর আমিষের সরবরাহ আসে প্রাণিসম্পদ থেকে। পার্বত্য অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য ভূমিক রাখছে বিএলআরআই ও প্রাণিসম্পদ বিভাগ। বাংলাদেশ দুর্বার গতিতে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। কারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে আগের চেয়ে।
শুক্রবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিএলআরআই বার্ষিক রির্সাচ ওয়ার্কশপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
প্রাণিসম্পদ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিউল আলম, বিজিবি ৩১ ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. এরশাদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন