দ্রুত বর্ধনশীল দেশী শোল মাছের পোনা

581

শোল জনপ্রিয় একটি মাছ। আমাদের দেশে শোল মাছের অনেক চাহিদা রয়েছে বিশেষ করে যারা রক্তস্বল্পতায় ভোগেন তাদের কাছে শোল মাছ ব্যাপকভাবে সমাদৃত। এই মাছ সব ধরনের প্রতিকুল পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলা করে নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম। এই মাছ চাষে একজন কৃষক খুব সহজেই লাভবান হতে পারেন তবে তার জন্য প্রয়োজন রেডি খাবারে (ফিশ ফিড) অভ্যস্ত দেশী শোল মাছের পোনা।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠান আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তেলাপিয়াসহ অন্যান্য মাছের পোনা বাজারজাত করে মৎস্য খামারীদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায়
বাংলাদেশে এই প্রথম বারের মত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড মাছ চাষিদের জন্য নিয়ে এলো দেশী শোল মাছের পোনা। এই পোনা পালনের সুবিধাসমূহ নিম্নরূপঃ

১. শতভাগ প্রস্তুতকৃত হালাল মাছের খাবারে অভ্যস্ত
২. ১০-১২ মাসে ওজন ৮০০ গ্রাম থেকে ১০০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে
৩. উচ্চ উৎপাদনশীল ও বেশি মুনাফা
৪. রোগ প্রতিরোধে অধিক ক্ষমতা সম্পন্ন

ফার্মসএন্ডফার্মার/ ১৯ জুলাই ২০২১