ধানগাছ হলুদ হলে যা করণীয় কী?

773

বিভিন্ন কারণে ধান গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। এক্ষেত্রে সঠিক কারন নির্ণয় করে সঠিক ব্যবস্থা নিতে হবে।

১. ইউরিয়ার অভাবঃ
জমিতে সব জায়গায় (এখানে-সেখানে বিক্ষিপ্ত ভাবে না) ধান গাছ হলুদ হয়ে গেলে,কুশির পরিমাণ কম হলে বুঝতে হবে,
জমিতে নাইট্রোজেনের অভাব রয়েছে। সঠিক মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।

২. গন্ধকের অভাব সারা মাঠে কচি পাতা হলদে বা হালকা হলদে বিবর্ণতা,বিশেষ করে মাঠের নিচু জায়গায় বেশী গাছ কিছুটা বেঁটে
সমাধানঃ জিপসাম সার প্রয়োগ করতে হবে।

৩. দস্তার অভাবঃ
ধান গাছের কচি পাতার গোঁড়ার দিকে মধ্যশিরা বরাবর সাদা হয় যা পরে ব্রঞ্জিং বা মরচে দাগ পড়ে।

বিক্ষিপ্ত অবস্থায় গাছ গুলো বসে যায়, সমাধানঃ জিঙ্ক সালফেট বা দস্তা প্রয়োগ করলে গাছ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়।

ফার্মসএন্ডফার্মার/২২জানুয়ারি২০২১