ধানের ব্লাষ্ট রোগ ও তার প্রতিকার

1081


ধানের ব্লাষ্ট রোগঃ=Rice Blast Disease (Pyricularia oryzae) ছত্রাক

লক্ষণ:-

# ধরন : পাতা ব্লাষ্ট, গীট ব্লাষ্ট, শীষ/ নেক ব্লাষ্ট।
#পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির দাগ দেখা যায়।
#দাগের চার ধারে বাদামি মাঝের অংশ সাদা বা ছাই বর্ন হয়।
#থোড় অবস্থায় গীটে কালো দাগের সৃষ্টি হয়।
#শীষ অবস্থায় এ রোগ হলে শীষের গোড়া কালো হয় ও ভেঙ্গে যায়। ধান চীটা হয়।
#রাতে ঠান্ডা, শিশির, সকালে কুয়াশা, দিনে গরম রোগ বিস্তারে সহায়ক।

প্রতিকার:-

#সুষম মাত্রায় সার প্রয়োগ করা। জমিতে পানি ধরে রাখা।
#রোগের আক্রমনে ইউরিয়া সার উপরি প্রয়োগ বন্ধ রাখা।
#৫ কেজি এমওপি সার/বিঘা উপরি প্রয়োগ অথবা ৫ গ্রাম/ লিটার স্প্রে করা।
#ট্রাইসাইক্লাজোল( ট্রুপার ৭৫ডব্লিউপি) ০.৭৫ গ্রাম/ লিটার অথবা ট্রাইসাইক্লাজোল+
প্রোপিকোনাজল( ফিলিয়া ৫২৫ এসই) ২মিঃলিঃ/লিটার অথবা থায়োপেনেট মিথাইল
সানফনেট ৭০ ডব্লিউপি) ২ গ্রাম/লিটার/
অথবা টেবুকোনাজল+ট্রাইফ্লক্সিস্ট্রবিন(
নাটিভো) ০. ৫০গ্রাম/ লিটার, অথবা এজোক্সিস্ট্রবিন+ডাইফেনোকোনাজল(টেকোবিন)১মিঃলিঃ/লিটার পানি ১০-১৫ দিনের ব্যবধানে স্প্রে করা।

ফার্মসএন্ডফার্মার/০৩এপ্রিল২০