ধান কেনা শুরু, যত টাকায় দরে বিক্রি

499

নেত্রকোনায় সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান কেনা কার্যক্রম শুরু হয়েছে। জেলার মোহনগঞ্জের খাদ্যগুদামে আজ সোমবার দুপুরে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এ সময় স্থানীয় কৃষক রফিকুল ইসলামের কাছ থেকে ৩৬০ কেজি ধান কেনা হয়।

জেলা প্রশাসক জানান, জেলায় এবার ১ হাজার ৪০ টাকা দরে ১৫ হাজার টন ধান কেনা হবে। জেলায় ৪০ হাজার টন সিদ্ধ ও আতপ চাল নিয়ে মোট ৫৫ হাজার টন কেনার বরাদ্দ এসেছে। তালিকা থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষদের কাছ থেকে ধান কেনা হবে। তবে যারা গত মৌসুমে আমন ধান সরকারের কাছে বিক্রি করেছেন তাদের কাছ থেকে এবার বোরো ধান কেনা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, উপজেলা খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি প্রমুখ।

ফার্মসএন্ডফার্মার/০২মে২০