নওগাঁর বিলসতি বিলে ১৫ হাজার ৩শ ৫০ মণ পোনা মাছ অবমুক্ত

349

মাছঝ

এ.কে.সাজু, নওগাঁ থেকে : নওগাঁর আত্রাই উপজেলার বিলসতি বিলে প্রায় ১ কোটি টাকা মূলের ১৫ হাজার ৩শ ৫০ মণ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় স্থানীয়দের উদ্যোগে উপজেলার হাট কালুপাড়া ইউনিয়নের ৯শ ৩৩ একর জলাশয়ে এ মাছ অবমুক্ত করা হয়েছে।

এ সময় মাছ চাষ প্রকল্পের সভাপতি ওয়াজেদ আলী সরকার, মৎস্যজীবী সমিতির সভাপতি জমিল প্রমাণিক, রমজান শেখ, আব্দুল জব্বার, আফজাল প্রমানিক, হাবিবুর রহমান প্রমাণিক, সত্যেন, হারু, দীলিপসহ প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের আওতায় বিলের চার পাশের প্রায় সাড়ে ৫ হাজার সদস্য রয়েছে। প্রকল্পের সদস্যরা জানান, আগে বর্ষা মৌসুমে এ বিল পতিত থাকতো। সেখানে এখন মাছ চাষের মাধ্যমে খড়া মৌসুমে বিলের জমিতে বিনা সেচ খরচে ফসল ফলানোসহ আর্থিক ভাবে লাভবান হওয়া যাচ্ছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন