নওগাঁর রাণীনগরে ব্রি-ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

322

মাঠ-দিবস

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুর বোরো-২০১৮ মৌসুমে ব্রি-ধান ৫৮, ৬০, ৬৩ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফলিত গবেষণা বিভাগ ব্রি গাজীপুর এর আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা একডালা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ব্রি-ফলিত গবেষণা বিভাগের আওতায় উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক মো. সিরাজুল ইসলামের জমিতে উক্ত তিনটি ধানের চাষ করা হয়েছে। ব্রি-ধান ৫৮ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৮মন, ব্রি-ধান ৬০ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৪মন ও ব্রি-ধান ৬৩ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৬মন। ব্রি-ধান ৫৮ এর জীবনকাল ছিল ১৪৮ দিন, ব্রি-ধান ৬০ এর জীবনকাল ছিল ১৪০ দিন, ব্রি-ধান ৬৩ এর জীবনকাল ছিল ১৪৫ দিন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, ব্রি-গাজীপুর বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম সারওয়ার জাহান, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিমাই চন্দ্র, শুসাঙ্ক, মাসুদ, আনোয়রসহ ১৬০জন কৃষক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন