নওগাঁয় বন্যা সহনীয় উচ্চ ফলনশীল ধানের মাঠ দিবস

388

3t3co7_1505471867

বন্যা সহনীয় ও উচ্চ ফলনশীল আ্যরাইজ এজেড-৭০০৬ জাতের ধানের মাঠ দিবস বৃহস্পতিবার নওগাঁর ধামইরহাটের ইশবপুর চকচৈত্বন্য গ্রামের কৃষক মাহমুদুল হাসানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবসে আ্যরাইজ এজে-৭০০৬ জাতের ধান বন্যা সহনীয় হওয়ায় প্রায় ১৫দিন ১০ ফিট পানির নিচে নিমজ্জিত থাকলেও কোন ক্ষতি হয় না। পাশাপাশি এই ধান উচ্চ ফলনশীল। এ ধানটি পাতা পোড়া (বিএলবি) রোগ প্রতিরোধক। এর জীবনকাল ১২০-১২৫দিন। প্রতিবিঘায় ফলন হয় প্রায় ২০/২২ মণ।

এ কারণে অন্যান্য জাতের ধানের তুলনায় এজেড ৭০০৬ জাতের ধান জমিতে লাগানোর জন্য কৃষকদের উৎসাহিত করে বক্তব্য দেন বায়ার ক্রপসাইন্স লিমিটেডের টেরিটরি এক্সিকিউটিভ কৃষিবিদ ছাইফ উদ্দীন, বিজনেজ ডেভলপমেন্ট ম্যানেজার কৃষিবিদ শামীম হোসেন, সিনিয়র টেকনিক্যাল অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, ধামইরহাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিফ উদ্দীন সহ অন্যান্য কৃষক, সুধীজন প্রমুখ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম