নওগাঁয় বোরো চাষের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৪ হাজার ২৮৭ হেক্টর জমিতে

317

বোরো চাষ

নওগাঁ: জেলায় চলতি বোরো মৌসুমে মোট ১ লাখ ৮৪ হাজার ২৮৭ হেক্টর জমিতে ধান রোপনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে উন্নত ফলনশীল (উফসী) জাতের ১ লাখ ৭৩ হাজার ৬৭১ হেক্টর এবং হাইব্রিড জাতের ১০ হাজার ৬১৬ হেক্টর।

কৃষি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত ধার্যকৃত লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ জমিতে ধান রোপণ শেষ হয়েছে। সাধারণত বোরো ধান রোপণের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কাজেই এ সময়ের মধ্যে জেলা বোরো চাষ লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা আছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেছেন, এখন পর্যন্ত ৯২ শতাংশ জমিতে বোরো রোপণ শেষ হয়েছে। এখনও বীজতলায় পর্যাপ্ত চারা রয়েছে এবং ধান রোপণের সময়ও আছে সেহেতু চলতি বছর লক্ষ্যমাত্রার থেকে অতিরিক্ত জমিতে বোরো ধান রোপণের সম্ভাবনা রয়েছে।

জেলায় উন্নতফলনশীল জাতের মধ্যে অধিকাংশ জমিতে জিরাশাইল জাতের ধান চাষ করেছেন কৃষকরা। এ ছাড়াও কৃষকরা ব্রিধান-২৮, ব্রিধান-২৯, ব্রিধান-৫০সহ কয়েকটি হাইব্রিড জাতের ধান চাষ করেছেন।

জেলায় উপজেলাভিত্তিক বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় মোট ১৭ হাজার ৩৮০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ১৫ হাজার ২৩০ হেক্টর ও হাইব্রিড জাতের ২ হাজার ১৫০ হেক্টর।

রানীনগর উপজেলায় ১৮ হাজার ৪১০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ১৭ হাজার ৯২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৪৮৫ হেক্টর।
আত্রাই উপজেলায় মোট ১৮ হাজার ১৫৫ হেক্টর। এর মধ্যে উফশী জাতের ১৫ হাজার ৩৫৫ হেক্টর ও হাইব্রিড জাতের ২ হাজার ৮শ’ হেক্টর জমিতে। বদলগাছি উপজেলায় মোট ১১ হাজার ৯৮৫ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ১১ হাজার ৭৯৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৯০ হেক্টর। মহাদেবপুর উপজেলায় মোট লক্ষ্যমাত্রা ২৬ হাজার ২৪৭ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ২৫ হাজার ৬৫০ হেক্টর ও হাইব্রিড জাতের ৫৯৭ হেক্টর।

পত্নীতলা উপজেলায় মোট চাষের লক্ষ্যমাত্রা ২০ হাজার ১৯৫ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ২০ হাজার ৯৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১শ’ হেক্টর। ধামইরহাট উপজেলায় মোট লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫ হাজার ৯২০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ১৪ হাজার ৭৮০ হেক্টর ও হাইব্রিড জাতের ১ হাজার ১৪০ হেক্টর।

সাপাহার উপজেলায় মোট লক্ষ্যমাত্রা ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৬ হাজার ১৫০ হেক্টর ও হাইব্রিড জাতের ২০ হেক্টর। পোরশা উপজেলায় মোট লক্ষ্যমাত্রা ৭ হাজার ৮২০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৬ হাজার ১৫০ হেক্টর ও হাইব্রিড জাতের ১ হাজার ৬৭০ হেক্টর।

মান্দা উপজেলায় মোট লক্ষ্যমাত্রা ২১ হাজার ৯১ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ১৯ হাজার ৬৫১ হেক্টর ও হাইব্রিড জাতের ১ হাজার ৪৪০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় মোট চাষের লক্ষ্যমাত্রা ২০ হাজার ৯৩৫ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ২০ হাজার ৯১০ হেক্টর ও হাইব্রিড জাতের ২৫ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক আরও বলেছেন, চলতি মৌসুমে বোরো চাষের জন্য পর্যপ্ত সার বাফার গুদামে মজুদ রয়েছে। সার ও কীটনাশকের কোন ঘাটতি নেই। ধানের যথাযথ উৎপাদন নিশ্চিত করতে কৃষি বিভাগের সার্বক্ষণিক নজরদারী অব্যাহত রয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন