*খামার করার পূর্বে অাপনার কাছের কোন ফার্মে ৩মাস যাতায়াত রাখুন অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে ছোট খাট রোগের চিকিৎসা, কোন ধরনের গরু কিনলে লাভবান হতে পারবেন,কোথাথেকে পাইকারি খাবার সংগ্রহ করবেন।
*অন্যের দেখে লোভের বসে খামার করবেন না। কারন খামার করে ১০% লোক লাভ করতে পারে কারন তারা জানে কিভাবে খামার করে ভাল করা যাবে।
*অাপনার পুজি কম ২ টা দিয়ে শুরু করুন। বেশি টাকা থাকলেই যে ভাল করতে পারবেন ভুল ধারনা, কিভাবে গরু সুস্হ রেখে খামারের খরচ কমিয়ে লাভ করতে হবে এই ওয়ে যদি না জানেন দেকবেন অাপনার ৫০ লাখ টাকা লছ হতে খুব বেশি সময় লাগবে না।
* গাভীর খামার করলে সকাল-বিকাল ক্লিন রাখবেন, বিশেষ করে সপ্তাহে ৩বার জীবানু নাশক দ্বারা A to Z পরিস্কার করবেন। পরিস্কার খরচ বাড়লে সমস্যা নাই কিন্তুু অাপনার খামারের কোন গরু যদি জীবানু বাহিত রোগ দ্বারা অক্রান্ত হয় বার বার চিকিৎসক ডাকা খরচ অারো ৩\৪ গুন বেড়ে যাবে। তাই বেশি বেশি পরিস্কার রাখুন গরু সুস্হ থাকলে খামারের চিকিৎসা খরচ কম হবে।
*গাভীকে খাবার মিশ্রনের সাথে প্রয়োজনীয় ভিটামিন নিয়মিত সরবরাহ করুন। একটা সুতির কাপড়ে গোবর নিয়ে পানি দিয়ে দেখুন কিছু দানাদার খাবার গরু হজম করতে পারে না, বিশেষ করে ভুট্টা পরিমানে কমিয়ে দেন না হলে দেখবেন অাপনার গরুর স্বাস্হ্য ভাল থাকবে না, দুধের পরিমান কম হবে নিয়ুমত চলতে থাকলে বদহজম দেখা দিবে। গাভী সময় মত হিটে অাসবে না। তাই ৭ দিন পর পর গোবর পরিক্ষা করুন ।
*খামারে কোন গরু যদি ঠিক মত খাওয়া দাওনা না করে সাথে সাথে তাপমাএা মাপুন, দ্রুত পরামর্শ নিয়ে চিকিৎসা দিন।
*অাপনি ভাবছেন ২০\৩০ লিটার এর গাভী কিনে খামার শুরু করবেন, দেখবেন গরু গুলো অাপনার খামারে অানার পর ১০\১২ লিটার দুধ হয় কারন অাপনি xpart না। অনেক ভাল খামারী অাছে ১০\১২ লিটার এর গরু তার খামারে অানার পর ১৫ \১৬ লিটার দুধ হয়।
* খামারে কোন বাহিরের লোক, মুরুগি, ছাগল প্রবেশ করতে দিবেন না। বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে, এমন হতে পারে গরুর গলার দড়ি নিজের গলায় পড়া লাগতে পারে। লেখাটি শুধু মাএ নতুন দের জন্য। কমেন্টের মাধ্যমে সমাধান পেতে অপেক্ষা না করে সরাসরি কল দিয়ে কথা বলবেন।
ফার্মসএন্ডফার্মার/ ২৬ জুলাই ২০২১