নবজাতক বাছুরের সাধারণ কিছু সমস্যার সমাধান

821

BLOG_calves
নবজাতক বাছুরের সাধারণ কিছু সমস্যার সমাধান আমাদের অনেকেরই জানা নেই। গাভীর জন্ম নেওয়া বাছুর তথা নবজাতক বাছুর অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়ে থাকে। আমাদের দেশে গাভী পালন একটি লাভজনক পেশা। আর গাভী পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাভীর বাছুর।

গাভীর নবজাতক বাছুর বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় পড়তে পারে। তবে আমরা এই সব সমস্যার সঠিক তথ্য জানতে পারলে এর সঠিক সমাধান করতে পারবো। আজকে চলুন জেনে নেই নবজাতক বাছুরের সাধারণ কিছু সমস্যার সমাধান সম্পর্কে-

নবজাতক বাছুরের সাধারণ কিছু সমস্যারঃ

নবজাতক বাছুরের সাধারণ কিছু সমস্যার সমাধান নিচে বিস্তারিতভাবে দেওয়া হল-

১। নবজাতক বাছুরের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল নবজাতক বাছুরের ঠাণ্ডা লাগার সমস্যা। আমরা নবজাতক বাছুরের ঠাণ্ডা লাগার সমস্যা লক্ষ্য করে থাকি। নবজাতক বাছুরের ঠাণ্ডা লাগার সমস্যা দেখা দিলে বাছুরের পাশে আগুন জ্বালিয়ে তাপের সৃষ্টি করতে হবে। আর নবজাতক বাছুরের শরীরে ভেজা ভেজা ভাব থাকলে শুকনো কাপড় দিয়ে তা দ্রুত মুছে ফেলতে হবে।

২। নবজাতক বাছুরের সাধারণ সমস্যাগুলোর মধ্যে আরেকটি সমস্যা হল রক্তস্বল্পতার সমস্যা। নবজাতক বাছুরের রক্তস্বল্পতা দেখা দিলে বাছুর দুর্বল হয়ে পড়ে এবং চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করে থাকে। বাছুরের এই সমস্যার সমাধানে বাছুরের মায়ের শরীর থেকে বাছুরের ওজন অনুপাতে রক্ত নিয়ে বাছুরের শরীরে প্রবেশ করাতে হবে। এই জন্য গাভীর শরীর থেকে ইনজেকশনের মাধ্যমে রক্ত নিয়ে নবজাতক বাছুরের শরীরে প্রয়োগ করতে হবে।

৩। নবজাতক বাছুরের আরেকটি অন্যতম সমস্যা হল বাছুরের শরীরে ভিটামিনের অভাব হওয়া। এই সমস্যায় বাছুরের শরীর অনেক দুর্বল হয় এবং বাছুর অনেক রোগা রোগা দেখা যায়। নবজাতক বাছুরের এই সমস্যা সমাধানের জন্য বাছুরকে নিয়মিত কিছুদিন ভিটামিন জাতীয় উপাদান কিংবা ওষুধ খাওয়াতে হবে। আর মায়ের দুধ সব সময় খাওয়াতে হবে। তাহলে আশা করা যায় খুব দ্রুতই নবজাতক রাছুরের ভিটামিনের অভাব পূরণ হয়ে যাবে।

৪। নবজাতক বাছুর অনেক সময় ডায়রিয়ার সমস্যায় পড়ে থাকে। বাছুরের এই সমস্যার সমাধানের জন্য নবজাতক বাছুরকে নিয়মিত স্যালাইন খাওয়াতে হবে। আর এ সময়ে নবজাতক বাছুরকে স্বাভাবিকের চেয়ে অনেক কম মাত্রায় দুধ খাওয়াতে হবে। এতেও বাছুরের ডাইরিয়ার সমস্যা ঠিক না হলে কোন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/০১ এপ্রিল২০