নবজাত বাছুরের জন্য নাভী পাকা রোগ, চিকিৎসা করবেন যেভাবে

511

বাছুরের নাভীরোগ!
নবজাত বাছুরের জন্য নাভী পাকা রোগ Navel ill একটি মারাত্মক রোগ। যা Staphylococcus নামক এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। বাছুর জন্মের ৪-৬ দিনের মধ্যে এ রোগের লক্ষন প্রকাশ পায়।

◼ কারন
> গাভীর জিহ্বা দ্বারা বাছুরের নাভী চাটার কারনে হয়।
> অনেক সময় কুকুর বা কাক বাছুরের নাভীতে কামড় বা ঠোকর দিয়ে ছিড়ে দিলে।
> সব সময় বাছুরের নাভী ভিজা বা স্যাতসেতে জায়গায় থাকলে।

◼ লক্ষন
> তাপমাত্রা ১০৫-১০৬ ডিগ্রী ফাঃ পর্যন্ত হতে পারে।
> নাভী ফোলা, ভেজা ভেজা, গরম ও শক্ত অনুভুত হয়।
> চাপ দিলে রক্ত মেশানো তরল বা পেকে গেলে পুঁজ বের হবে এবং ব্যাথা পাবে।
> অক্রান্ত বাছুর নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ে।
> নাভীতে ক্ষত থাকার কারনে মাছি ডিম দেয় ফলে নাভীতে পোকা পড়তে দেখা যায়।
> বাছুর বার বার আক্রান্ত নাভী চাটে।

◼ চিকিৎসা
> স্ট্রেপ্টোমাইসিন + পেনিসিলিন গ্রুপের inj: Streptopen 0.5mg (Renata) প্রতিদিন ১টি ভায়াল লাগাতার ৫ দিন মাংশে দিতে হবে।
> নাভী পেকে গেলে, Scalpel দ্বারা কেটে পুজ বের করে,

পভিডন আয়োডিন ইউ এস পি ১০% গ্রুপের জীবানুনাশক Liq: Povin vet (OPSONIN) দিয়ে দিনে ২ বার পরিষ্কার করে দিতে হবে এবং
Salphanilamide BP গ্রুপের Pow: Sumid vet (Square) দিনে ২ বার নাভীতে দিতে হবে।
> নাভীর ভিতরে পোকা হলে,
আইভারমেকটিন গ্রুপের Drop: Ivertin 5ml (Chemist) দিনে ১ বার ২/৩ ফোটা দিলে সমস্ত পোকা মরে আপনা আপনি পড়ে যাবে।

অথবা,
চিমটা দিয়ে পোকা বের করে অথবা নাপথলিন গুড়া করে ক্ষতস্থানে পর পর ২/৩ দিন গজ ঢুকাতে হবে।
(A prescribtion by ডা. আনোয়ারুল ইসলাম of Livestock service, registered veterinarian. Kaunia Rangpur)

প্রতিরোধ
> গাভী যেন বাছুরের নাভী চাটতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
> বাছুর জন্মের পর যতদুর সম্ভব শুকনো ও পরিষ্কার স্থানে রাখা।
> কাক এর ঠোকর থেকে সাবধান রাখা।

ফার্মসএন্ডফার্মার/৩০অক্টোবর২০