বাছুরের নাভীরোগ!
নবজাত বাছুরের জন্য নাভী পাকা রোগ Navel ill একটি মারাত্মক রোগ। যা Staphylococcus নামক এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। বাছুর জন্মের ৪-৬ দিনের মধ্যে এ রোগের লক্ষন প্রকাশ পায়।
◼ কারন
> গাভীর জিহ্বা দ্বারা বাছুরের নাভী চাটার কারনে হয়।
> অনেক সময় কুকুর বা কাক বাছুরের নাভীতে কামড় বা ঠোকর দিয়ে ছিড়ে দিলে।
> সব সময় বাছুরের নাভী ভিজা বা স্যাতসেতে জায়গায় থাকলে।
◼ লক্ষন
> তাপমাত্রা ১০৫-১০৬ ডিগ্রী ফাঃ পর্যন্ত হতে পারে।
> নাভী ফোলা, ভেজা ভেজা, গরম ও শক্ত অনুভুত হয়।
> চাপ দিলে রক্ত মেশানো তরল বা পেকে গেলে পুঁজ বের হবে এবং ব্যাথা পাবে।
> অক্রান্ত বাছুর নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ে।
> নাভীতে ক্ষত থাকার কারনে মাছি ডিম দেয় ফলে নাভীতে পোকা পড়তে দেখা যায়।
> বাছুর বার বার আক্রান্ত নাভী চাটে।
◼ চিকিৎসা
> স্ট্রেপ্টোমাইসিন + পেনিসিলিন গ্রুপের inj: Streptopen 0.5mg (Renata) প্রতিদিন ১টি ভায়াল লাগাতার ৫ দিন মাংশে দিতে হবে।
> নাভী পেকে গেলে, Scalpel দ্বারা কেটে পুজ বের করে,
পভিডন আয়োডিন ইউ এস পি ১০% গ্রুপের জীবানুনাশক Liq: Povin vet (OPSONIN) দিয়ে দিনে ২ বার পরিষ্কার করে দিতে হবে এবং
Salphanilamide BP গ্রুপের Pow: Sumid vet (Square) দিনে ২ বার নাভীতে দিতে হবে।
> নাভীর ভিতরে পোকা হলে,
আইভারমেকটিন গ্রুপের Drop: Ivertin 5ml (Chemist) দিনে ১ বার ২/৩ ফোটা দিলে সমস্ত পোকা মরে আপনা আপনি পড়ে যাবে।
অথবা,
চিমটা দিয়ে পোকা বের করে অথবা নাপথলিন গুড়া করে ক্ষতস্থানে পর পর ২/৩ দিন গজ ঢুকাতে হবে।
(A prescribtion by ডা. আনোয়ারুল ইসলাম of Livestock service, registered veterinarian. Kaunia Rangpur)
প্রতিরোধ
> গাভী যেন বাছুরের নাভী চাটতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
> বাছুর জন্মের পর যতদুর সম্ভব শুকনো ও পরিষ্কার স্থানে রাখা।
> কাক এর ঠোকর থেকে সাবধান রাখা।
ফার্মসএন্ডফার্মার/৩০অক্টোবর২০