নরসিংদীতে তামিম এগ্রোর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

352

Tamim-02

নরসিংদী জেলায় তামিম এগ্রো লিমিটেড এর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার (২৭ এপ্রিল) জেলার শিবপুরের কুন্দার পাড়া বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।

দেশের দক্ষিণাঞ্চলে তামিম গ্রুপের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এ শাখা চালু করা হয়েছে বলে তামিম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে।

তারা আশা করছেন এতে তামিম এগ্রো লিমিটেডের  গ্রাহকসেবার মান আরো বৃদ্ধি পাবে।