নাইট্রোজেনের অভাব চিনার উপায়

567

নাইট্রোজেনের ঘাটতি/অভাব হলুদ পাতা দ্বারা চিহ্নিত করা যেতে পারে। কারন নাইট্রোজেনের অভাবে পাতা থেকে ক্লোরোফিল অদৃশ্য হয়ে যায়।

অভাব দেখা দিলে আস্তে আস্তে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং পাতা ঝরে পড়বে।
কিছু গাছপালার ক্ষত্রে পাতাগুলি হলুদ রঙের পরিবর্তে বেগুনি হয়ে যায়। এটি বাঁধাকপিতে দেখা যায়। নাইট্রোজেনের ঘাটতিযুক্ত একটি গাছ একটি স্বাভাবিক গাছের চেয়ে ছোট থাকবে।ফলের ক্ষেত্রেও তাই।
গাছের নিচের দিকের বয়স্ক পাতা আস্তে আস্তে হলুদ হতে থাকে। পাতার মাঝখান থেকে শুরু হয়ে একসময় পুরো পাতা হলুদ হয়ে যায়।
আস্তে আস্তে শিরা গুলো’ও হলুদ হয়, উদ্ভিদের বৃদ্ধি থেমে যায় এবং পাতা পড়ে যায়।
অনেক ক্ষেত্রে পুরো উদ্ভিদটি হলদে সবুজ দেখা যায়।
কিছু গাছপালার ক্ষত্রে পাতাগুলি হলুদ রঙের পরিবর্তে বেগুনি হয়ে যায়। এটি বাঁধাকপিতে দেখা যায়।

ফার্মসএন্ডফার্মার/১৯ডিসেম্বর২০২০