নাটোরের বড়াইগ্রামে আউশের প্রণোদনা বিতরণ করেন সংসদ সদস্য

293

[su_slider source=”media: 4380,4381,4382,4383″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. শফিকুল ইসলাম, নাটোর প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে গত ২৬ এপ্রিল প্রধান অতিথি ছিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশের প্রণোদনা এবং সেক্স ফেরোমেন ফাঁদ বিতরণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে. এম. জাকির হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল জলিল প্রামানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইকবাল আহমেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। তাই ফসল উৎপাদনে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে। এজন্য যেসব ফসল আবাদে পানি কম লাগে সেগুলোর আবাদ বৃদ্ধি করতে হবে। রবি শস্য ও বোরো আবাদের পরে অনেক জমি পতিত পড়ে থাকে। আমাদের সে পতিত জমিতে অল্প খরচে অনায়াসে আউশ ধান আবাদ করতে পারি। আউশ আবাদে পানি কম লাগে। তাই বর্তমান কৃষিবান্ধব সরকার বিগত বছরের ন্যায় এবারও নাটোর জেলায় আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষে মোট ১ হাজর ২ শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশের প্রণোদনা প্রদানের কর্মসূচি গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে আজ উপজেলার ২শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রণোদনা আর বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষে সবজির মাছি পোকা দমনের জন্য ২০ জন কৃষকের মাঝে সেক্স ফেরোমেন ফাঁদ বিতরণ করা হয়েছে। তিনি প্রণোদনার বীজ ও সার গ্রহণ করে আউশের আবাদ বৃদ্ধির পাশাপাশি সেক্স ফেরোমোন ফাঁদ সবজি ক্ষেতে ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য উপস্থিত সকল কৃষকের প্রতি আহ্বান জানান। চলতি খরিফ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষকের মাঝে ১ বিঘা উফশী আউশ আবাদের সহায়তা হিসেবে বি আর-২৬, ব্রি-ধান-৪৮ জাতের ৫ কেজি আউশ ধানের বীজ , ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি হারে এমওপি সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়। আর বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষে সবজির মাছি পোকা দমনের জন্য ২০ জন কৃষকের মাঝে সেক্স ফেরোমেন ফাঁদ প্রণোদনা হিসেবে প্রদান করা হয়। এছাড়াও কর্মসূচির আওতায় সেচ প্রদান, আগাছা ব্যবস্থাপনার জন্য প্রত্যেক উফশী আউশ ধান চাষি ৪ শ’ টাকা বিকাশ মোবাইল একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।