নাটোরে ১৪ লাখ কৃষককে প্রণোদনা প্রদান কর্মসূচি শুরু

320

800px-Farmer_of_Bangladesh

নাটোর: প্রান্তিক ও ক্ষুদ্র পর্যায়ের প্রায় ১৪ হাজার কৃষককে সহযোগিতার মাধ্যমে রবি ও খরিপ-১ মৌসুমের ৬টি শস্যের সমৃদ্ধি আনতে কৃষি বিভাগ জেলার জন্যে এক কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এই অর্থে কৃষকরা বিনামূল্যে শস্য বীজ ও সার পাবেন। অক্টোবর মাস থেকে এ সহায়তা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, মোট সুবিধাভোগীর তালিকায় থাকা ১৩ হাজার ৯৭৪ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে সিংড়া উপজেলায় সর্বোচ্চ সাত হাজার ২০৫ জন, নলডাঙ্গায় এক হাজার ৮০৫ জন, গুরুদাসপুরে এক হাজার ৬০২ জন, নাটোর সদর উপজেলায় এক হাজার ২০৩ জন, বড়াইগ্রামে ৮০৩ জন, লালপুরে ৭৫৩ এবং বাগাতিপাড়া উপজেলায় ৬০৩ জন।

প্রণোদনা কর্মসূচির আওতায় সর্বাধিক দেড় হাজার একর জমিতে গম, এক হাজার একর করে সরিষা ও গ্রীস্মকালীন মুগ, ৮শ একরে ভুট্টা, ৩৫০ একরে গ্রীষ্মকালীন তিল এবং আট একর জমিতে বিটি বেগুন চাষাবাদের জন্যে মোট ৭৩ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ১১৩.৮৫ টন বীজ, ৭৫ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের মোট ৩৮৯.২২ টন ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। অবশিষ্ট অর্থ পরিবহন ও আনুষঙ্গিক খাতে ব্যয় হিসেবে ধরা হয়েছে।

কৃষি বিভাগের ক্যালেন্ডারে ১৬ অক্টোবর থেকে ১৫ মার্চ পর্যন্ত সময়কালকে রবি মৌসুম এবং ১৬ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালকে খরিপ-১ মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। পাঁচ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত জমির মালিকানা থাকা কৃষকদের প্রান্তিক এবং ৫০ থেকে ২৪৭ শতাংশ পর্যন্ত জমির মালিকানা থাকা কৃষকদের ক্ষুদ্র শ্রেণিভুক্ত বিবেচনা করা হয়।

বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন কৃষি প্রণোদনা কমিটি সুবিধাভোগী কৃষকদের তালিকা প্রণয়নের পর উপজেলা কমিটি তালিকা চূড়ান্ত করেছে। কর্মসূচির আওতায় কৃষকরা এক বিঘা জমি চাষাবাদে প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।

নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, বিএডিসির কাছ থেকে বীজ প্রাপ্তি সাপেক্ষে অক্টোবরে বিটি বেগুনের বীজ, পর্যায়ক্রমে সরিষা, ভুট্টা ও গমের বীজ এবং এসব শস্য চাষাবাদে সহায়ক সার উপজেলা পর্যায়ে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। সুবিধাভোগী কৃষকদের তালিকা প্রনয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং জমির মালিকানা থাকা স্থানীয় শ্রেণিভিত্তিক কৃষক বিবেচনায় নেয়া হয়েছে।

বিনামূল্যে গুণগত মানের বীজ ও সার প্রদান এবং কৃষি বিভাগের পরামর্শ ও নিবিড় পরিচর্যায় সমৃদ্ধ রবি এবং খরিপ-১ মৌসুম অর্জন সম্ভব হবে বলে উপ পরিচালক আশা প্রকাশ করেন।

ঝালকাঠিতে প্রান্তিক কৃষকদের ভাসমান বীজতলা

পার্বতীপুরে আগাম আমন ধান কাটার উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

গো-খাদ্যের দাম বাড়ায় গবাদীপশু এখন গাইবান্ধার কৃষকদের গলার কাঁটা

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম