নানান আয়োজনে আহকাব’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

1043

(আহকাব)এর বার্ষিক বনভোজন-২০১৯ অনুষ্ঠিত

নানান আয়োজনে এনিম্যাল হেলথ্ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)এর বার্ষিক বনভোজন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর)  গাজীপুরের পূবাইলে আপন ভূবনপিকনিক স্পট এই বনভোজনের আয়োজনে করা হয়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে আহকাবের অধিকাংশ সদস্য ও তাঁর পরিবার পরিজনরা অংশগ্রহন করেন। সকাল থেকেই দিনভর এনিম্যাল হেলথ্ কোম্পানিজ এসোসিয়েশনের নানা আয়োজনে মেতে ওঠেন পিকনিকে আগত সকলে। ছোটদের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।

মধ্যাহ্নভোজের পর প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি ডা. আবদুল জব্বার শিকদার উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান এবং আহকাব এর সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন।

এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার জিতে নেন এলিয়া ফিডস্ এর আমিনুল ইসলাম, ২য় হন এগ্রিলাইফের প্রকাশক কানিজ ফাতেমা এবং এভিস্টা এগ্রোভেট এর মো: সাজিদ জাহান।

বিশেষ ব্যস্ততা থাকায় আহকাবের প্রেসিডেন্ট ডা. এম. নজরুল উপস্থিত হতে না পারায় আহকাব মহাসচিব তাঁর পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন করেন।