[metaslider id=”9754″]
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘উন্নত দেশের চেয়ে বাংলাদেশে করের পরিমাণ বেশি। উন্নত দেশে ৬-৭% কর ধার্য করা হয়। কিন্তু বাংলাদেশে ১৫% কর ধার্য করা হয়েছে। করের পরিমাণ কমলে আদায়ের হার বাড়বে। উদ্যোক্তরা আরো বেশি কলকারখানা গড়ে তুলবে। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আগামী বাজেটের আগে কর কমানোর জন্য অর্থমন্ত্রী বরাবর প্রস্তাব করা হবে।’
তিনি রোববার (১৩ মে) বিকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় নাহার এগ্রো গ্রুপের ভাসমান ফিস ফিড মিলস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কোম্পানীর চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. সামসুদ্দৌহার সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল হক, মন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহম্মদ, নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, পল্লী বিদ্যুতের পরিচালক আলী আহসান প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, ‘নাহার এগ্রো দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই প্রথম উপজেলায় ফিস ফিড মিল চালু করায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী কয়েক বছর পর মিরসরাইয়ে কোন বেকার যুবক থাকবে না। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল চালু হলে প্রায় ৪০ লাখ লোকের কর্মসংস্থান হবে। মিরসরাইয়ে মহামায়ার পাশাপাশি আরো দুইটি লেক সৃষ্টি করা হবে। যাতে করে পর্যটন এলাকা গড়ে উঠে। এছাড়া লেকের পানি দিয়ে শুষ্ক মৌসুমে চাষাবাদ করা যাবে। ’
অনুষ্ঠানের পূর্বে নাহার এগ্রো গ্রুপ নির্মিত সোনাপাহাড় এলাকায় বায়তুল আমান জামে মসজিদের উদ্বোধন করেন মন্ত্রী।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন