‘নিজেকে প্রতিষ্ঠিত করতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান

388

_DSC4187news
‘নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে। নিজের জীবনকে কাজে লাগাতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য-সর্বোপরি দেশের কল্যাণে।’ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট বিষয়ক ফিডব্যাক অনুষ্ঠানে তরুণ খাদ্যবিজ্ঞানীদের উদ্দেশ্যে বক্তারা এই আহ্বান জানান।

সোমবার দুপুরে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত ফিডব্যাক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েল গ্রুপের চেয়ারম্যান আবদুচ ছালাম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

প্রধান অতিথির বক্তব্যে সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, সুযোগ একটি গুরুত্বপুর্ণ বিষয়। এই সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। দেশে বর্তমানে যে ধরনের সুযোগ আসছে সেই সুযোগকে যারা গ্রহণ করবে তারাই হবে সফল।

খাদ্য বিজ্ঞানের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল উল্লেখ করে ওয়েল গ্রুপের চেয়ারম্যান ছালাম বলেন, ফুড সেফ্টি ও ফুড কোয়ালিটি নিয়ে কাজ করতে পারা গৌরবের বিষয়। এটি মানব সেবার অন্যতম সুযোগ।

চাকরির পিছনে না ঘুরে তরুণ খাদ্যবিজ্ঞানীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, শিক্ষা জীবন শেষে নিজেরা বিশেষ করে ছাত্রীরা উদ্যোক্তা হতে পারলে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হবে।

_DSC4155news
অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ, প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, ফুলকলির জিএম এম.এ. সবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. জাকিয়া সুলতানা জুথি।

সহকারি অধ্যাপক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০১৯ সালের ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্টের উপর প্রেজেন্টেশন দেন এমএস শিক্ষার্থী নাহিদুর রহমান। ২০২০ সালের প্লেসমেন্টের উপর প্রেজেন্টেশন দেন বিনতু বণিক পূজা ও জারিন তাসনীম মীম।

অনুষ্ঠানে যেসকল প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট সম্পন্ন করেছেন, সে সকল প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়।

ফার্মসএন্ডফার্মার/০৪মার্চ২০