নিম্নমানের ভেজাল ধানের বীজে সয়লাব কুষ্টিয়ার হাটবাজার

352

600

এসএম জামাল, কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার হাট-বাজারে নিম্নমানের ভেজাল ধান বীজে সয়লাব হয়ে গেছে। সঠিক বীজ মনিটরিং না হওয়ার কারণে নিম্নমানের ভেজাল ধান বীজ বিক্রেতারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

এদিকে এসব নিম্নমানের বীজ কিনে কৃষকরা প্রতারিত হচ্ছে। কুষ্টিয়ায় ব্যাপকহারে ধানের চাষ হয়ে থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী বীজ ভান্ডার খুলে বসেছেন। তারা অধিক লাভের জন্য নিজেরাই বাজার থেকে ধান কিনে চকচকে প্যাকেট তৈরি করে উন্নত জাত হিসেবে প্রচার করে অধিক মূল্যে বিক্রি করছেন।

শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুরে নকল ধানবীজের কারখানা আবিষ্কার করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভেজাল সার জব্দ করেন তারা। মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে সিয়াম ট্রেডার্সে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, আমন ধানের বীজ দিয়ে হাইব্রিড ধানী গোল্ড জাতের প্যাকেটে প্যাকেটজাত করছিল প্রতিষ্ঠানটি। তারা দীর্ঘদিন ধরে চাষিদের সাথে প্রতারণা করে আসছিল। ভারতীয় বায়ার ক্রপ নামের একটি কোম্পানির ধানী গোল্ড জাতের প্যাকেটের মোড়ক তৈরি করে বাজারজাত করছিল সিয়াম ট্রেডার্সের মালিক। এক কেজির ধানী গোল্ড জাতের ধানের বীজ বাজারে বিক্রি হয় ৪শ টাকা।

পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল সার ও বীজ বিক্রয়ের অপরাধে সিয়াম ট্রেডার্সের সত্বাধিকারী সোহেল আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কুষ্টিয়া কৃষি বিভাগের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ জানান, বীজ ব্যবসায়ীরা যেন কৃষকদের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য কৃষি কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নিম্নমানের বীজ বিক্রি করলে শাস্তির বিধান অনুযায়ী শাস্তি প্রদান এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে তারা। এর পর ভেজাল এবং নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ পেলে সরাসরি আইন প্রয়োগ করা হবে।

কৃষকরা যেন ভেজাল বীজ কিনে প্রতারিত না হয়, সেজন্য বীজ প্রত্যায়ন কর্মকর্তা এসব মনিটরিং করবে বলেও জানান তিনি।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন