নিম খৈল একটি কার্যকারী জৈব সার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। জৈব বালাইনাশক হিসেবে নিমের নির্যাস রাসায়নিক কীটনাশকের চেয়ে সস্তা, কার্যকর এবং পরিবেশ বান্ধব বিধায় রোগবালাই দমনে নিমের পাতা, ফল, খৈল ও তেল ব্যবহার অত্যন্ত উপকারী। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে জৈব বালাইনাশক হিসেবে নিমের ব্যাপক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা নিম খৈল দিয়ে জৈব কীটনাশক তৈরি নিয়ে আলোচনা করব।
উপকরণ:
নিমের খৈল ২০০ গ্রাম।
পানি ১ লিটার থেকে সামান্য বেশি। (১০০ মিলির মত)
সাবান গুড়া/ ডিটারজেন্ট পাউডার ১০ গ্রাম।
বালাইনাশক প্রস্তুত প্রণালী :
প্রথমে ২০০ গ্রাম নিমের খৈল ১ লিটার পানিতে যে কোন মাটির পাত্রে ১২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ১২ ঘন্টা পরে খৈল পানির সাথে খুব ভালকরে চটকে নিতে হবে। তারপর ঐ পানির সাথে ১০ গ্রাম ডিটারজেন্ট পউডার মিশিয়ে ফেলতে হবে। একটি পাতলা কাপড় দিয়ে কয়েকবার ছেঁকে স্প্রে করতে হবে।
কার্যকারীতা:
উক্ত কীটনাশকটি ৫-৭ দিন পর পর প্রয়োগে যে কোন পোকা দমনে বিশেষ কার্যকারী এবং উপকারী পোকার উপস্থিতি বাড়াতে সহায়ক।
বিঃদ্রঃ
১/ কীটনাশকটি সন্ধার পর গাছে প্রয়োগ করতে হবে।
২/ নিমের খৈলের তৈরি কীটনাশকটি সংরক্ষণ করা যাবে না।
৩/ স্প্রে করার ক্ষেত্রে মিশ্রন টি কয়েক বার ছেঁকে নিতে পারেন।
লেখকঃ মো: মাহফুজুর রহমান
ফার্মসএন্ডফার্মার/০৬জুন২০