নিম পাতা দিয়ে জৈব কীটনাশক তৈরি করবেন যেভাবে

3078

নিম পাতা দিয়ে কার্যকারী জৈব কীটনাশক তৈরি করা যায়। জৈব বালাইনাশক হিসেবে নিমের নির্যাস রাসায়নিক কীটনাশকের চেয়ে সস্তা, কার্যকর এবং পরিবেশ বান্ধব বিধায় রোগবালাই দমনে নিমের পাতা ও নির্যাস ব্যবহার অত্যন্ত উপকারী। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে জৈব বালাইনাশক হিসেবে নিমের ব্যাপক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

উপকরণ:

নিম পাতা ২০০ গ্রাম।
পানি ১ লিটার।
সাবান গুড়া/ ডিটারজেন্ট ৫ গ্রাম।

বালাইনাশক প্রস্তুত প্রণালী :

প্রথেম ২০০ গ্রাম নিম পাতা ১ লিটার পানিতে যে কোন পাত্রে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে শুধু মাত্র পাতা তুলে নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। তারপর ঐ ১ লিটার পানিতে বাটা নিমপাতা ভালো করে মিশিয়ে নিয়ে ৫ গ্রাম ডিটারজেন্ট পউডার মিশিয়ে ফেলতে হবে।
উক্ত মিশ্রনটি যে কোন পোকা ও ফল ছিদ্রকারী পোকা দমনে বিশেষ কার্যকারী। প্রয়োজনে ১০ দিন পর আবার ব্যবহার করুন।

বিঃদ্রঃ

১/ কীটনাশকটি সন্ধার পর গাছে প্রয়োগ করতে হবে।
২/ নিম পাতার তৈরি কীটনাশকটি সংরক্ষণ করা যাবে না।
৩/ স্প্রে করার ক্ষেত্রে মিশ্রন টি ছেঁকে নিতে পারেন।

লেখক: মো: মাহফুজুর রহমান।

ফার্মসএন্ডফার্মার/১০মে২০