নিষেধ অমান্য, ১৮ জেলে কারাগারে

325

জেলে

সরকারি ঘোষণা অনুযায়ী গত ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ সম্পূর্ণরূপে ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ আছে। এমতাবস্থায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় হাতেনাতে ১৮ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত পদ্মার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর এনডিসি মোঃ রফিকুল ইসলাম। এই অভিযান পরিচালনা করার সময় সরকারি নিষেধজ্ঞা অমান্য কএ ম্যা ইলিশ মাছ ধরায় রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছেন।

এনডিসি জানান, মা ইলিশ রক্ষায় এ অভিযান চলছে, চলবে। এ সময় ২ মণ ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং পাঁচটি নৌকা আটক করা হয়েছে।

আটককৃত ইলিশ মাছ গুলো স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়। আর মাছ ধরার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ