নীলফামারীতে একটানা ৭ দিনের টানা বর্ষনে মানুষ পড়েছে বিপাকে । টানা বর্ষনের কারনে নিম্ন আয়ের মানুষগুলোর ভোগান্তির শেষ নেই। তারা ঠিকমত গোজগার করতে না পেরে পরিবার নিয়ে বিপাকে পড়েছে। চরম আর্থিক সংকটে পড়ে একদিকে যেমন তাদের পরিবারের লোকজনের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দিতে হিমসিম খেতে হচ্ছে। তেমনি বিভিন্ন এনজিওর লোন পরিশোধ করেত পাচ্ছেন না ঠিক মত। এ যেন অনেকটাই গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাড়িয়েছে।
গত ৭দিনে নীলফামারীতে রেকর্ড করা হয়েছে ১৫২মিলিমিটার বৃষ্টিপাত। বৃষ্টির কারণে নেহায়েত প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছে না। এ অবস্থায় শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ইতিমধ্যেই বর্ষনের কারণে মাঠে থাকা বিভিন্ন শাকসব্জি পচে যেতে শুরু করেছে। টানা বর্ষন পানিতে মাঠে থাকা আমন রোপার জন্য হয়েছে কিছুটা উপকার হলেও রবি শষ্য চাষাবাদকে অনেকটাই পিছিয়ে দিয়েছে।
এ বিষয়ে নীলফামারী কৃষি সম্প্রসারন অধিদফতরের প্রশিক্ষন কর্মকর্তা ওবায়দুর রহমান মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারতের কয়েকটি রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় থাকার করণে এখন আমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে। গত ৭ দিনে নীলফামারী ১৫২ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছ। এর ফলে আমন ফসল উপকৃত হচ্ছে ঠিকই, কিন্তু অন্যান্য রবি ফসলগুলিবোপন করা বা রোপন করা কৃষকদের জন্য অসুবিধা হয়েছে।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ