নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে জোড়াকলম পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনে সাফল্য বিষয়ক এক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ শনিবার বিকেলে এ মাঠ দিবসের আয়োজন করে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আবেদা খাতুন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী ইসলাম, ড. এ কে এম কামরুজ্জামান, ড. আব্দুল গফ্ফার, ড. মোহাম্মদ নাজিম উদ্দিন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
মাঠ দিবসে কুনিয়া, মনকান্দিয়া, মৌগাতী গ্রামের তিন শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য পাওয়া কৃষক আমিনুল ইসলাম, জজ মিয়া, জামাল উদ্দিন, মোতালেব ও ফারুক তাঁদের সাফল্য তুলে ধরে অন্য কৃষকদের টমেটো চাষে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচিগুলো মাঠপর্যায়ে সফল বিস্তারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জোড়াকলম পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন পদ্ধতি দেখে এলাকার কৃষকরা খুবই উৎসাহিত হন এবং তাদের জমিতে এ প্রযুক্তিতে চাষ করার আগ্রহ প্রকাশ করেন।
ফার্মাসএন্ডফার্মার২৪/জেডএইচ