সিগমা বাংলাদেশের সিইও মো. আনোয়ার হোসেন নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড-২০১৭ সম্মাননা পেয়েছেন।
সোমবার রাজধানীর সেগুন বাগিচায় আক্তার ইমাম অডিটোরিয়ামে তার হাতে এ সম্মাননা অ্যাওয়ার্ড তোলে দেয়া হয়।
ব্যবসা বাণিজ্যের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও নীতিগত মূল্যবোধের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ ঘোষিত মানবাধিকার
ঘোষণা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ সংস্থা ইউনাইটেড মুভমেন্ট হিউমান রাইটস এ সম্মানে ভূষিত করে।
নেলসন ম্যান্ডেলার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নেলসন ম্যান্ডেলার জীবন ও কর্ম’ শীৰ্ষক আলোচনা সভা, গুণীজন
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিমসহ বিশিষ্টজনরা।
অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতির কথা জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, “যেকোনো পুরস্কার আনন্দের তবে তা যদি হয় সেই স্বাপ্নিক মানবতাবাদী নেতা নেলসন মেন্ডেলার নামে তবে সেই আনন্দ ও প্রাপ্তি বহুগুণে বাড়িয়ে দেয়। এই পুরস্কার আমার সামাজিক দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে।”
উল্লেখ্য, আনোয়ার হোসেন পোল্ট্রি সেক্টরে কেমিন (KEMIN) এর ডিস্ট্রিবিউশনসহ সোলার এনার্জি টেকনোলজি ব্যবসায় জড়িত। এছাড়া রাজধানীর গুলশানে লর্ডস (LORDS) নামে একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক।
প্রভিটা গ্রুপে সহকারী মহাব্যবস্থাপক পদে সাইফুল আলম
নীলফামারীতে স্কুলের ছাদে দৃষ্টিনন্দন বাগান
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম