নোয়াখালীতে পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

359

unnamed20171230123541
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে মো. জাহাঙ্গীর আলম (৬৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর বাড়ি সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামে। তিনি ওই বাড়ির ওয়াসিল ভূঁইয়া বাড়ির মৃত আবদুল হালিম মিয়ার ছেলে।

সকালে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের নসর উদ্দিন পুকুরপাড় সংলগ্ন আলমগীরের দোকানের কাছ থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই মো. মামুন বলেন, “ব্যবসায়িক লেনদেনের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

নিহতের বোন শিউলি আক্তার জানান, কিছুদিন আগে এক পাওনাদার টাকার জন্য হুমকি দিয়েছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন