নড়াইলে মুরগির ফার্ম করে স্বাবলম্বী রোজিনা

1028

2017-10-08_4_353159-(1)
নড়াইল থেকে: উপজেলা সদরের সরকার পাড়ার বাসিন্দা রোজিনা খানম সনেট মুরগির ফার্ম করে স্বাবলম্বী হয়েছেন।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী রোজিনা শিক্ষাজীবন শেষে চাকরির পেছনে না ঘুরে ব্রাক, আশা, শাপলা এনজিও থেকে ঋণ নিয়ে ২০০৮ সালে মাত্র ১০০টি লেয়ার মুরগির বাচ্চা দিয়ে নিজ বাড়ির আঙিনায় একটি ফার্ম গড়ে তোলেন। সে সময় তিনি যুব উন্নয়ন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে লেয়ার মুরগি পালনের ওপর বিশেষ প্রশিক্ষণ নেন।

নীলা লেয়ার ফার্মের মালিক রেজিনা খানম সনেট জানান, আমরা শুধু লেয়ার মুরগির বাচ্চা কিনে ডিম উৎপাদন করে তা বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকি। ফার্মে বর্তমানে ১৪শ লেয়ার মুরগি আছে। প্রতিদিন ১২শ ডিম পাওয়ার ফলে এলাকায় ডিমের চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব হচ্ছে। আমার মতো এলাকায় আরো নারীরা এ শিল্পের সঙ্গে জড়িত রয়েছে বলে তিনি জানান।

একদিনের প্রতিটি লেয়ার মুরগির বাচ্চা ১০৭ টাকা দরে কিনে সে বাচ্চাকে কমপক্ষে পাঁচ মাস খাওয়ানোর পর ডিম দেয়ার উপযোগী হয়। মুরগি পালনে খাদ্য, ওষুধ, বিদ্যুৎ খরচ ও পরিবহন খরচ শেষে ৬শ থেকে ৭শ টাকা দরে একশ ডিম বিক্রি করতে হচ্ছে।

উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাইন বিল্লাহ বলেন, ‘বেকার নারী ও যুবকরা লেয়ার ব্যবসায় আত্মনিয়োগ করলে আমরা তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকি। গরুর ফার্ম, হাঁস-মুরগির ফার্ম করার লক্ষ্যে বর্তমান সরকার বেকার যুবক-যুবতীদের সহজ শর্তে ঋণ প্রদান করছে।” সূত্র: বাসস

কুমিল্লায় আঞ্চলিক পর্যায়ে ইঁদুর নিধন অভিযান

মাছ চাষের আধুনিক কৌশল

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম