নড়াইলে ৮১ হাজার হেক্টর জমিতে রবি ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

534

সবজি ১

নড়াইল জেলার তিন উপজেলায় চলতি মওসুমে ৮১হাজার হেক্টর জমিতে রবি ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রবি ফসলের মধ্যে রয়েছে বোরো ধান, গম, শীতকালীন সবজি, ভূট্টা, আলু, মিষ্টি আলু, সরিষা, চীনা বাদাম, মসুর, মুগ, তিসি,খেসারি, মাসকলাই, মটর,পেঁয়াজ,রসুন,মরিচ,কালোজিরা,আখ ও ধনিয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মওসুমে ৪৪হাজার ৫শ’৮৫ হেক্টর জমিতে বোরো ধান, ১হাজার ৫শ’২০হেক্টর জমিতে গম, ২হাজার ৬শ’৬০হেক্টর জমিতে শীতকালীন সবজি, ৭হাজার ৭শ’৮০হেক্টর জমিতে সরিষা, ৮হাজার ৮শ’ হেক্টর জমিতে মসুর,১২ হাজার হেক্টর জমিতে খেসারি,৫০ হেক্টর জমিতে আলু, ৩০ হেক্টর জমিতে ভূট্টা,১২ হেক্টর জমিতে মিষ্টি আলু, ২শ’ ৫০ হেক্টর জমিতে চীনা বাদাম, ৪শ’ ৫০ হেক্টর জমিতে তিসি, ২শ’ হেক্টর জমিতে মুগ,৫০ হেক্টর জমিতে মাসকলাই, ৪শ’ ৫০ হেক্টর জমিতে মটর, ৫শ’৯০ হেক্টর জমিতে পেঁয়াজ,২শ’ হেক্টর জমিতে রসুন,৩শ’ হেক্টর জমিতে মরিচ,৫০ হেক্টর জমিতে কালোজিরা,৮শ’৮০ হেক্টর জমিতে আখ এবং ১শ’ ৫০ হেক্টর জমিতে ধনিয়া চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল উপ-পরিচালক কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, চলতি মওসুমে ২হাজার ২শ’২৯ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাস জানান,বিভিন্ন রবি ফসল চাষের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রশিক্ষণসহ পরামর্শ দেয়া হচ্ছে।কৃষকরা আগ্রহ সহকারে রবি ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ