‘পঙ্গু’ মাছের জন্য হুইলচেয়ার তৈরি!

332

মাছ

বিশেষ একটি রোগের কারণে সাঁতরানোর ক্ষমতা হারিয়ে ফেলা মাছের জন্য হুইলচেয়ার বানিয়ে নেট-দুনিয়ার মন জয় করে নিয়েছেন এক প্রযুক্তিবিদ।

স্টোরিপিক নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, হেনরি কিম নামের ওই কোরিয়ান মূলত পেশাদার গ্রাফিক্স ডিজাইনার। তার বেশ কয়েকটি গোল্ডফিশ সুইম ব্লাডার ডিজঅর্ডারের কারণে সাঁতরানোর ক্ষমতা হারিয়ে ফেললে তিনি ওয়াটার হুইলচেয়ার বানান।

এই রোগটির কারণে মাছেরা নিচের দিকে তলিয়ে যায় অথবা পানিতে ডুবে যায়।

কিম জানান, থাইল্যান্ড অথবা চীনের মাছের মধ্যে এই রোগটি বেশি দেখা যায়। এটি দেখা দিলে দুই মাসের ভেতর মাছ মারা যায়।

কিম আশা করছেন হুইলচেয়ারের কারণে তার মাছগুলো কমপক্ষে পাঁচ মাস বাঁচবে।

একজন টুইটার ব্যবহারকারী কিমের উদ্দেশ্যে লিখেছেন, ‘তুমি হৃদয় জিতে নিয়েছ। তোমার বন্ধু হতে চাই।’

আরেকজন লিখেছেন, ‘একটি ভিডিওতে দেখলাম হুইলচেয়ারে মাছ সাঁতার কাটছে। এই দৃশ্য জীবন সম্পর্কে আমাকে নতুন ধারণা উপহার দিল।’

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন