পঞ্চগড়: চা চাষে এগিয়ে আসুন, জাতীয় অর্থনীতিতে অবদান রাখুন, এ প্রতিপাদ্য নিয়ে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বৃস্পতিবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নর্দান বাংলাদেশ প্রকল্প বাংলাদেশ চা বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করে।
এর আগে চা চাষিদের নিয়ে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী কর্মশালার উদ্বোধন করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রিতু আক্তার, পঞ্চগড় চা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা সুমন শিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান এতে সভাপতিত্ব করেন।
উপজেলার প্রায় শতাধিক চা চাষি কর্মশালায় অংশগ্রহণ করেন।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন