পঞ্চগড় : জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে সিদ্দিক আলীর জমিতে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় ইউনিটের কর্মসূচী ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মো. রেজাউল করিমের সভাপতিত্বে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক শেখ আবু বক্কর ছিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক শামসদ্দীন মিয়া, প্রশিক্ষক আবু হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন অর রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ, রংপুর এর কৃষি কর্মকর্তা মো. আব্দুল মাজেদ মিয়া, হারভেষ্ট প্লাস এর আরডিও মো. রুহুল আমিন মন্ডল, কৃষি কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিক।
এ সময় স্থানীয় প্রায় ২ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এমএস