পঞ্চগড়ে বজ্রপাত প্রতিরোধে তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন

925

তাল গাছ

তাল গাছ বজ্রপাত প্রতিরোধ করতে সক্ষম। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে বজ্রপাত প্রতিরোধে পঞ্চগড়ের দেবীগঞ্জে শুরু হয়েছে তাল বীজ বপন কর্মসূচি। দেবীগঞ্জের বিভিন্ন রাস্তার দু-ধারে ১১ হাজার তাল বীজ বপনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও স্থানীয় সরকার বিভাগ যৌথ্যভাবে তাল বীজ বপনের কর্মসূচি বাস্তবায়ন করছে। দেবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখভাগের মহাসড়কের দু-ধারে তাল বীজ বপনের মধ্য দিয়ে যৌথ্যভাবে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও ইউএনও প্রত্যয় হাসান। এ সময় উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা বলেন, বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ ও ভাঙনের কবল থেকে রক্ষা পেতে তাল বীজ বপন কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাল গাছ লম্বা হওয়ায় ঘূর্ণিঝড় ও বজ্রপাতসহ সকল প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে আমাদের রক্ষা করে। দেশে বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ