পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ব্যবহার কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।কৃষিতে এ যন্ত্রটি ব্যবহার করতে পেরে কৃষরা খুবই আনন্দিত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলা কৃষি বিভাগ রাইস ট্রান্সপ্লান্টার নামক যন্ত্রটি দিয়ে শালডাঙ্গা ইউনিয়নের ঝান্ডাপাড়া গ্রামে মনিভুষনের জমিতে বোরো ধানের চারা রোপনে এ যন্ত্রের প্রদর্শন এবং কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করে।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ -আল-মামুন জানান, রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের জন্য চারা উৎপাদনের কৌশল প্রচলিত পদ্ধতির চেয়ে কিছুটা ভিন্ন।এ যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনে খরচ ও শ্রমিক কম লাগে। একদিনে আট বিঘা জমিতে চারা লাগানো যায়। প্রতি বিঘা জমিতে যন্ত্রের সাহায্যে চারা রোপনে জ্বালানী হিসেবে আধা লিটার অকটেনের দরকার হয়। চারাগুলো লাইন হয়ে লাগানোর ফলে ১৩ শতাংশ ফলন বৃদ্ধি পায়। বর্তমান সরকার কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাইস ট্রন্সপ্লান্টার যন্ত্র ক্রয়ে কৃষকদের ৩০ শতাংশ টাকা ভুর্তকি দিচ্ছে।
সাবেক ইউপি সদস্য খগেন্দ্র নাথের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান মাসুম চৌধুরী উপ-সহকারি উদ্ভিদ কর্মকর্তা আ. বারেক ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর ইসলাম প্রমুখ।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন