পটুয়াখালীতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত

498

DSC00022

নাহিদ বিন রফিক, বরিশাল: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প আয়োজিত দিনব্যাপী এক রিভিউ ওয়ার্কশপ গত ১১ এপ্রিল পটুয়াখালীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বরের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রতিদিন জমির পরিমাণ কমে যাচ্ছে, সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। তার ওপর আবার জলবায়ুর নেতিবাচক প্রভাব। এসবের কারণে কৃষি এখন চ্যালেঞ্জের মুখোমুখী। এ থেকে উত্তোরণের জন্য প্রকল্পটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশ সহায়ক হিসেবে কাজ করবে। তাই এর মিশন-ভিশন নিয়ে আমাদের আগাতে হবে। যদিও বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। তবে ফসলের উৎপাদন কমে গেলে পকেটে লাখ লাখ টাকা থাকলেও কোনো লাভ হবে না। এজন্য দেশের মানুষের ক্ষুধা দূরীকরণ এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ নিশ্চিতকরণে আমাদের শ্রম ও মেধা দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চাষিদের দোরগোড়ায় কৃষি প্রযুক্তি পৌঁছানোর পাশাপাশি পরামর্শের গতিশীলতা বাড়াতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।

প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মিজানুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ মো. হানিফ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান তালুকদার, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, প্রকল্পের ক্রপ প্রোটেকশন স্পেশালিস্ট গোলাম মোস্তফা খান রায়হান প্রমুখ।

কর্মশালায় প্রকল্পের চলমান কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যত কর্মপরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এলজিইডি, বারি, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি এবং কৃষক প্রতিনিধিসহ ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।