পরিবহণকালীন মাছের পোনা মারা যাওয়া বন্ধে যা করবেন

808

মাছের-পোনা-পরিবহণে-করণীয়-696x391
পরিবহণকালীন মাছের পোনা মারা যাওয়া রোধে করণীয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক পেশা। মাছের চাষ করে অনেকেই তাদের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হচ্ছেন। মাছ চাষের ক্ষেত্রে মাছের পোনা পরিবহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবহণের কারণে অনেক সময় মাছের পোনা মারা যায়। আসুন জেনে নেই পরিবহণকালীন মাছের পোনা মারা যাওয়া রোধে করণীয় সম্পর্কে-

পরিবহণকালীন মাছের পোনা মারা যাওয়া রোধে করণীয়ঃ
পরিবহণকালীন পোনা মারা যাওয়ার কারণঃ

পলিথিন প্যাকেটে অক্সিজেনের অভাব হলে।
পোনার পাত্রে বা পানির তাপমাত্রা বেড়ে গেলে।
পাত্রে বা পলিথিন প্যাকেটে বর্জ্য বা বিপাকীয় বর্জ্য হতে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়।
পোনার ঘনত্ব বেশি হলে।
পরিবহন সময় বেশি হলে।
পোনা নিয়ে আসার সময় প্রচুর ঝাঁকুনি খেলে।
পরিবহণকালীন পোনা মারা যাওয়া রোধে করণীয়ঃ

পোনার ব্যাগে কোন রকম আঘাত বা খোঁচা দেওয়া যাবে না।
আগুন বা ধারালো বস্তু থেকে পোনার ব্যাগ নিরাপদ দূরত্বে রাখতে হবে।
ভিন্ন বয়সের পোনা ভিন্ন জায়গায় রাখতে হবে।
পারিমানের চেয়ে বেশি পোনা নির্দিষ্ট পাত্রে পরিবহন করা যাবেনা।
ড্রামে পরিবহণের ক্ষেত্রে রাস্তায় পানি পরিবর্তন করলে অজ্ঞাত বা দূষিত পানি না দেওয়া ভাল।
রোদের তাপে যেন খোলা অবস্থায় পোনা পরিবহন করার সময় তাপমাত্রার দিকে খুব সতর্ক দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে ছাতা বা অন্য কোন মাধ্যম দিয়ে পানি সরাসরি রোদের আলো থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্ঠা করতে হবে।
পোনা পরিবহণের পাত্রে বেশি ঝাঁকুনি দেওয়া যাবেনা।
নিদ্রিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করতে হবে। এতে করে মাছের পোনার মৃত্যুহার কমে যাবে অনেকাংশে। যথেষ্ট সুন্দর ভাবে তা যথাস্থানে স্থানান্তরিত করতে হবে।
সম্ভব হলে পোনা পরিবহনে অক্সিজেন সমৃদ্ধ পলিব্যাগ ব্যবহার করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২০জানু২০২০