পাটের ঐতিহ্য ফেরার সম্ভাবনা সৃষ্টি হয়েছে

325

download (2)

বার বার কাঁচাপাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণেই দেশে পাট ব্যবসায় ধস নামছে।। পাট ব্যবসায় আবার পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পাট রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। তবে পাট ব্যবসার এই সংকটময় পরিস্থিতিতেও এখনও দেশে ৭০ থেকে ৮০ বেল পাট উৎপাদন হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এর মাত্রা ছাড়িয়ে আরো বিপুল পরিমান পাট উৎপাদন হবে। এতে করে কাঁচাপাট আবার ঘুরে দাঁড়াবে এবং এর সাথে সংশ্লিষ্টদের ভাগ্য ফিরে আসবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ের আফজাল মিলনায়তনে অনুষ্ঠিত ৫৩তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান শেখ সাঈদ আলী এ সম্ভাবনার কথা জানান। সভায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া বলেন, পাট ব্যবসায়ীদের মাধ্যমে দেশে শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হলেও সরকার পাট ব্যবসায়ীদের জন্য সাবসিডি (ভর্তুকি) দেয়নি।

কাঁচাপাট রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠনের নেতারা গুদাম সংকটের কথা উল্লেখ করে এ ক্ষেত্রে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশে বিপুল পরিমাণ পাট উৎপাদনের ফলে এই ব্যবসার উন্নতির সম্ভাবনার সৃষ্টি হলেও পর্যাপ্ত পরিমানে গুদাম না থাকায় অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সরকার সুলভ মূল্যে গুদাম বরাদ্দ না দিলে প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত ঐতিহ্যবাহি পাট ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে বলে আশংকা করছেন।

জুট এসোসিয়েশনের নেতারা জানান, এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সহযোগিতা চাইবেন। সভায় জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে ৮ লাখ ২৪ হাজার ৯৯৯ বেল কাঁচাপাট রপ্তানী করে ৮৫৯ কোটি ৫ লাখ টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে ১ লাখ ৩৭ হাজার ৪৮ বেল কাঁচাপাট রপ্তানী করে ১৩৭ কোটি ৪২ লাখ টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে।

সেখানে তিনটি ব্যাংকের একাউন্টে বাংলাদেশ জুট এসোসিয়েশনের পৌনে ২ কোটি টাকা এফডিআর রয়েছে বলেও উল্লেখ করা হয়। বাংলাদেশ জুট এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-সংগঠনটির চেয়ারম্যান শেখ সাঈদ আলী, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বর্তমান কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কুতুবউদ্দিন ও পরিচালক লিয়াকত হোসেনসহ অন্যান্য পরিচালকরা।

দেশের বিভিন্ন জেলা থেকে কাঁচাপাট রপ্তানিকারক ও ব্যবসায়ীরা এই বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ